ইইউ'র উচিত চীনের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে সম্মান করা: চীনা মুখপাত্র
  2017-05-25 19:13:15  cri
মে ২৫: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র উচিত 'বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের দলিলের ১৫তম ধারা' বাস্তবায়ন করা। এ ক্ষেত্রে জার্মানি অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে চীন আশা করে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং এ কথা বলেন।

উল্লেখ্য, গতকাল (বুধবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠককালে জার্মান উপ-চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী জিগ্‌মা গাফ্রিয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত ১৫তম ধারাকে সম্মান করা এবং ইইউ'র সংশ্লিষ্ট আইনের সংশোধন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথেও সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040