নানশা দ্বীপপুঞ্জ এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ: চীনের তীব্র প্রতিবাদ
  2017-05-25 18:51:54  cri
মে ২৫: নানশা দ্বীপপুঞ্জ এলাকায় যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডিওয়ে (ডিডিজি-১০৫)-এর অনুপ্রবেশের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) অনুপ্রবেশের এ ঘটনা ঘটে।

একই দিনে (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন কুও ছিয়াং বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের তত্পরতা সমুদ্র ও আকাশে অনাকাঙ্খিত সামরিক দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে।

মুখপাত্র আরও বলেন, চীন এ ধরনের সামরিক তত্পরতার প্রতি কঠোর মনোভাব পোষণ করে। চীনা বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেষ্ট আছে বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040