নানশা দ্বীপপুঞ্জ এলাকায় মার্কিন যুদ্ধজাহাজের তত্পরতার প্রতিবাদ জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2017-05-25 18:45:29  cri
মে ২৫: নানশা দ্বীপপুঞ্জ এলাকায় মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের অপতত্পরতার তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) দক্ষিণ চীন সাগরের কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে এ তত্পরতা চালায় ডেস্ট্রয়ারটি।

পরে একই দিনে (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং বলেন, স্বাধীন চলাচলের অজুহাতে মার্কিন যুদ্ধজাহাজ এ তত্পরতা চালিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। চীন এ ধরনের তত্পরতা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানায়।

মুখপাত্র আরও বলেন, নানশা দ্বীপপুঞ্জ এবং এর কাছাকাছি সামুদ্রিক অঞ্চলের ওপর চীনের সার্বভৌমত্ব অনস্বীকার্য। আন্তর্জাতিক আইনের আওতায় দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দেশের বিমানের অবাধ চলাচলও স্বীকৃত। তবে, এ অজুহাতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী অপতত্পরতা গ্রহণযোগ্য নয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040