বাংলাদেশের ৪০ জন শিক্ষার্থীর সিআরআই কার্যালয় পরিদর্শন
  2017-05-24 18:44:54  cri

মে ২৪: বাংলাদেশের কলেজ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী আজ (বুধবার) বেইজিংয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর কার্যালয় পরিদর্শন করেন। এই ৪০ জনের মধ্যে ২০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী। তাদের সঙ্গে ছিলেন দু'জন পুরুষ এবং তিন জন নারী শিক্ষক।

পরিদর্শনকালে তারা সিআরআই বাংলা বিভাগে আসেন এবং বিভাগের বাঙালি ও চীনা কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে তারা সিআরআই'র দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্রডকাস্ট সেন্টারের উপ-পরিচালক চাও ছিয়াওয়ের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে চাও ছিয়াও তাদের সামনে সিআরআই-এর ইতিহাস তুলে ধরেন।

পরে শিক্ষার্থীরা সিআরআই-এর কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। এ সময় তারা সিআরআই সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন এবং চীনের সাথে বিশ্বের যোগাযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে অবদান রেখে চলেছে, তার ভূয়সী প্রশংসা করেন। (জিনিয়া ওয়াং/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040