আজকের টপিক ২৪ মে: ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলা নিয়ে আলোচনা
  2017-05-24 14:47:58  cri


মে ২৪: ব্রিটেনের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে গত সোমবার রাতে একটি বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়। বিস্ফোরণের সময় সেখানে একটি কনসার্ট চলছিল। যুক্তরাষ্ট্রের ২৩ বছর বয়সী পপ তারকা আরিয়ানা গ্রান্ডের গান শুনতে এসেছিলেন তারা।

ইউরোপের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম ম্যানচেস্টার এরিনা কনসার্ট ভেন্যু হিসেবেও জনপ্রিয়। একসঙ্গে প্রায় ২১ হাজার দর্শক সেখানে বসতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আরিয়ানা গ্রান্ডে তার পরিবেশনা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই এরিনার প্রবেশপথের কাছে বিস্ফোরণের ওই ঘটনা ঘটলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। আইএস এর কথিত 'খিলাফতের একজন সৈনিক' সেখানে একটি বিস্ফোরক পুঁতে রেখেছিলো বলে আইএস উল্লেখ করে।

বিশ্ব নেতারা বিবৃতি প্রকাশ করে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ ব্যাপক হতাহতের ঘটনায় ইংল্যান্ডের রাণীকে সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল (মঙ্গলবার) পাঠানো এক বার্তায় তিনি বিস্ফোরণে হতাহতদের জন্য শোক এবং নিহতদের স্বজনদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, এ কঠিন সময়ে চীনা জনগণ ব্রিটিশ জনগণের পাশে রয়েছে। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040