আজকের টপিক ২৩ মে: চীনে জনপ্রিয় হয়ে উঠেছে আমির খানের চলচ্চিত্র 'দঙ্গল'
  2017-05-23 14:56:21  cri


সম্প্রতি বেইজিংয়ে একটি হিন্দি চলচ্চিত্রের কথা খুব আলোচিত হচ্ছে। তা হলো দঙ্গল (বাংলা: কুস্তি খেলা)। এ চলচ্চিত্র অনেক চীনা মানুষের হৃদয়ে দাগ কেটেছে। অনেকেই মনে করে এ চলচ্চিত্র তাদের দেখা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মধ্যে অন্যতম। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ চলচ্চিত্র নিয়ে আলোচনা করবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, এবং আমি ইনামুল হক টুটুল।

এ চলচ্চিত্র হচ্ছে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ভারতীয় পরিচালক নিতেষ তিওয়ারী পরিচালিত হিন্দি ভাষার আত্মজৈবনিক ক্রীড়াকেন্দ্রিক চলচ্চিত্র। আমির খান এই চলচ্চিত্রে মহাবীর শিং ফোগাত চরিত্রে অভিনয় করেছেন। যিনি তার দুই মেয়ে গীতা এবং ববিতা কুমারীকে কুস্তি শিক্ষা দেন। গীতা ২০১০ সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণ এবং ববিতা রৌপ্য পদক অর্জন করেন। দঙ্গল হিন্দি শব্দ। এর অর্থ কুস্তিখেলা।

এ চলচ্চিত্র ভারতে প্রদর্শনের সময় বক্স-অফিস ৩৪৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। চলচ্চিত্রটি মে মাসের ৫ তারিখ থেকে চীনের সিনেমা হলে প্রদর্শিত হওয়া শুরু হয়। চীনের মধ্যে এ পর্যন্ত বক্স-অফিস ইতোমধ্যে ৮০ কোটি আরএমবি ছাড়িয়েছে।

চলচ্চিত্রটির যে বিষয় প্রথমে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো প্রধান অভিনেতা আমির খানের অভিনয়ে মহাবীর শিং ফোগাত-এর জীবনের বিভিন্ন বয়সের অবস্থা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহাবীরের ১৯ বয়স থেকে ৫৫ বয়সের শারীরিক পার্থক্য ফুটিয়ে তোলার জন্য আমির খান প্রথমে অল্প সময়ের মধ্যে ২৮কেজি ওজন বাড়ান, তারপর ৫ মাস সময় দিয়ে ২৫ কেজি ওজন কমান। অভিনয়ের জন্য তিনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন তা অনেক চীনা মানুষকে মুগ্ধ করেছে।

এ চলচ্চিত্রকে কেন্দ্র করে চীনে নারী অধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে। নারীদের সামাজিক অবস্থা, সমাজে নারীদের নিজের সম্মান অর্জনের জন্য যে কঠিন পরিশ্রম করা হয়েছে, তা অনেককে অনুপ্রাণিত করেছে। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040