চীন এসকাপ-এর সাথে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' বাস্তবায়ন করতে চায়: চীনা মুখপাত্র
  2017-05-22 19:27:07  cri
মে ২২: চীন জাতিসংঘের 'ইকনোমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক' (এসকাপ)-এর সাথে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করতে চায়। এসকাপ-এর বার্ষিক সম্মেলনেও এ উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, 'এসকাপ' জাতিসংঘের প্রভাবশালী আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর অন্যতম। চীন এ সংস্থার সদস্যরাষ্ট্রগুলোর সাথে আন্তঃযোগাযোগ, অর্থনীতির একীকরণ, এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক।

উল্লেখ্য, সম্প্রতি থাইল্যান্ডে এসকাপ-এর ৭৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040