আজকের টপিক ২২ মে: চীনের ইন্টারনেট ভালবাসা দিবস
  2017-05-22 16:13:01  cri



প্রতি বছরের মে মাসের ২০ ও ২১ তারিখকে বলা হয় চীনের তথ্যপ্রযুক্তি যুগের ইন্টারনেট ভালবাসা দিবস। এ দিবস চীনের তাইওয়ান অঞ্চলের একজন জনপ্রিয় গায়িকা ফান শিয়াও শুয়ানের গাওয়া একটি গান 'ডিজিটাল প্রেম' থেকে এসেছে। ইন্টারনেটের ভাষায় '৫২০' মানে 'আমি তোমাকে ভালবাসি'। আস্তে আস্তে '৫২১' নম্বরটিতেও 'আই উইল' বা 'আমি তোমাকে ভালবাসি' এর অর্থ প্রতিফলিত হচ্ছে।

তাই প্রতি বছরের ২০ ও ২১ মে যুবক-যুবতীদের ভালবাসা প্রকাশ করার সময়। এ দুই দিনটিতে প্রেমিক-প্রেমিকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তাদের পছন্দের মানুষের কাছে ভালবাসা প্রকাশ করে। অনেকেই এ দিনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করে। আজকের অনুষ্ঠানে আমরা এ ইন্টারনেট ভালবাসা দিবস নিয়ে আলোচনা করবো।

এখন মে মাসের ২০ তারিখে প্রধানত ছেলেরাই মেয়েদের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে। আর ২১ তারিখে মেয়েরা ছেলেদের ভালবাসার জবাব দেয়। এ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভালবাসার প্রকাশ অনেক। এদিন, অনেকেই 'হং পাও' পাঠায়, অনেকেই উপহার দেয়। তা সবারই আনন্দের এক দিবসে পরিণত হয়েছে।

বিভিন্ন কোম্পানিও এ সুযোগ কাজে লাগিয়ে তাদের পণ্যদ্রব্য বিক্রি করার চেষ্টা করে। এ সময় ভালবাসা প্রকাশের জন্য চকলেট, ফুল, ডাবল-শার্ট, কাপ ইত্যাদি জিনিস প্রচুর পরিমাণে বিক্রি হয়।

এখন চীনে শুধু যুবক-যুবতী নয়, অনেক বাবা মাও এ দিনে তাদের ভালবাসা প্রকাশ করে। অনেকেই পরস্পরকে '৫২০১৩১৪' লিখে বার্তা পাঠায়, অর্থাত্, আমি তোমাকে সারা জীবন ভালবাসবো। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040