চেচিয়াং বিশ্ববিদ্যলয়ের বাংলাদেশি ছাত্রছাত্রী ও স্কলাদের সাক্ষাত্কার
  2017-07-26 14:42:28  cri


গত মাসের শেষ দিকে আমি ও আমার সহকর্মী জিনিয়া চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ গিয়েছিলাম একটি আন্তর্জাতিক উত্সব কাভার করতে। সেখানে আমরা চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের দশ-বারোজন বাংলাদেশি ছাত্রছাত্রী ও স্কলারের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে একটি লাইভ শো'ও করি আমরা। এ সময় তারা আমাদের সঙ্গে গান গেয়েছেন, কথা বলেছেন। লাইভ ভিডিওর রেকর্ডেড অংশ দেখতে আপনারা আমাদের ফেসবুক পেজ CRIbangla ভিজিট করতে পারেন।

আজকের 'পুবের জানালায়' আমরা তাদের মধ্যে কয়েকজনের সাক্ষাত্কার শোনাব। সাক্ষাত্কারগুলোতে উঠে এসেছে চীনে তাদের জীবনযাপন, লেখাপড়া ইত্যাদি বিষয়।

চেচিয়াং বিশ্ববিদ্যলয়ের বাংলাদেশি ছাত্রছাত্রী ও স্কলাররা মিলে একটি কমিউনিটি প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখা হয়; নতুন ছাত্রছাত্রীদের সাহায্য করা হয়; এবং তারা সবাই মিলে বিভিন্ন উপলক্ষ্যে বাংলাদেশি অনুষ্ঠান বা উত্সবের আয়োজন করেন।

ইমরুল আহমাদ এ কমিউনিটির প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতাদের অন্যতম। প্রথমেই শুনুন তার সাক্ষাত্কার।

ইমরুল আহমাদ

মামুন আহমেদ ও তার স্ত্রী মিতা খাতুন তাদের তিন বছর বয়সী কন্যাকে

মামুন আহমেদ ও তার স্ত্রী মিতা খাতুন তাদের তিন বছর বয়সী কন্যাকে নিয়ে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ে বসবাস করেন। মামুন আহমেদ পোস্ট ডক্টরাল ডিগ্রির জন্য পড়াশুনা করছেন এবং তার স্ত্রী করছেন পিএইচডি। তারা হাংচৌ এবং চীন অনেক পছন্দ করেন। শুনুন তাদের সঙ্গে আমাদের আলাপচারিতা। বাংলাদেশিদের সঙ্গে আমরা মাত্র কয়েক ঘন্টা কাটানোর সুযোগ পেয়েছি। কিন্তু এ অল্প সময়ে তারা সবাই আমাদের ভালো বন্ধু হয়ে যান। তাদের উদ্যম ও আন্তরিকতায় আমরা অভিভূত। চীনে তাদের জীবন আরও সুন্দর হোক, এই কামনা করি। আশা করি, তারা চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকাও রেখে যাবেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040