চীনের দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় গ্রামে দারিদ্র বিমোচনের কাজের উন্নয়ন প্রতিফলিত
  2017-05-19 16:42:39  cri

মে ১৯: দরিদ্রতা বিশ্বব্যাপী একটি কঠিন সমস্যা। বিশ্ব ব্যাংকের ২০১৬ সালের পরিসংখ্যান থেকে জানা গেছে, সারা বিশ্বে মোট দরিদ্র লোকের সংখ্যা ৭০ কোটি। বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীনে দরিদ্র লোকের সংখ্যা ২০১২ সালের ৮ কোটি ২০ লাখ থেকে কমে বর্তমানে ৪ কোটিতে দাঁড়িয়েছে। কিন্তু চীন সরকারের লক্ষ্য হল ২০২০ সালের মধ্যে এসব দরিদ্র লোকদের দরিদ্রতা দূর করা। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনা প্রেসিডেন্ট সি চিন পিং নির্ভুল দারিদ্র বিমোচন পরিকল্পনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সরকার ও সমাজের উচিত নির্ভুল দারিদ্র বিমোচন প্রক্রিয়ায় অংশ নেওয়া। আজকের অনুষ্ঠানে আমি এ নিয়ে কিছু কথা বলবো।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াচি জেলার মাএরচুয়াং গ্রামে ভাল রাস্তা আছে এবং গ্রামটির অধিকাংশ পরিবারে গাড়ি আছে।

গ্রামবাসী লু ওয়েন থাও আগে শহরে কাজ করতেন। কিন্তু ২০১০ সালে তিনি গ্রামে ফিরে স্থানীয় এক ধরনের ছাগল পালন শুরু করেন এবং গ্রামে সমবায়ভিত্তিক কৃষিকাজে অংশ নেন। তিনি বলেন, ছাগল পালন করে এখন তার প্রতি বছর আয় প্রায় ২ লাখ ইউয়ান আরএমবি।

মাএরচুয়াং গ্রাম চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের বিখ্যাত্ মাওউসু মরুভূমি ও হুয়াংথু মালভূমি এলাকায় অবস্থিত। স্থানীয় গ্রামবাসী প্রজন্ম থেকে প্রজন্ম এ ধরনের ছাগল পালন করেন। কিন্তু আগে ঋতু পরিবর্তন, মহামারী ও বাজারের পরিবর্তনের কারণে প্রতি পরিবারের ছাগল পালনের আয় ছিল খুবই কম।

সাম্প্রতিক কয়েক বছরে স্থানীয় সরকারের সহায়তায় গ্রামটির বাসিন্দারা সমবায়ভিত্তিক কৃষিকাজ ও বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়ন করেন।

বাসিন্দারা সমবায়ে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন, সমবায় তাদের বাজার উন্নয়নে সহায়তা করে। ২০১৬ সালে গ্রামটিতে ৬৪টি দরিদ্র পরিবারের মধ্যে ৫৯টি পরিবার দরিদ্রতা থেকে মুক্তি পায়। গ্রামটির মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ছিল ৮৫০০ ইউয়ান। এর মধ্যে তৃতীয়াংশ ছাগল পালন থেকে আসে।

সাম্প্রতিক কয়েক বছরে চীনের বিভিন্ন পর্যায়ের সরকার দরিদ্র গ্রাম ও পরিবারকে রোপন ও ঐতিহ্যবাহী শিল্প উন্নয়নের প্রশিক্ষণ দেয় এবং ব্যবস্থা নেয়। গত মার্চে চীন সরকার এ বছরে ১ কোটি দরিদ্র জনসংখ্যা কমানোর লক্ষ্য প্রণয়ন করে।

জাতিসংঘের সাবেক উন্নয়ন পরিকল্পনা বিভাগের পরিচালক হেলেন ক্লার্ক বলেন, চীনের সহস্রাব্দ উন্নয়নলক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্র ফলপ্রসূ। চীনের অভিজ্ঞতা সারা বিশ্বের জানা উচিত।

বর্তমানে চীনের দরিদ্র জনসংখ্যা ৪ কোটি। ভবিষ্যত্ চার বছরে তাদের দারিদ্র বিমোচনের সবচেয়ে কঠিন অন্তরায় হলো গ্রামের খারাপ প্রাকৃতিক পরিবেশ ও অবকাঠামোর অবস্থা। এসব গ্রামের মধ্যে অল্প কয়েকটি গ্রামে রাস্তা আছে। অধিকাংশ গ্রামে কোনো আধুনিক রাস্তা নেই।

বাহাও গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিজের বাড়ি থেকে স্কুলে যেতে আগে তিন ঘন্টা সময় দরকার হতো। আগে এ গ্রামটির বাসিন্দারা নিজের জন্মস্থান ত্যাগ করতে চান নি। কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুব খারাপ হওয়ায় তারা প্রায়ই দুর্যোগের মুখোমুখি হতেন। সেজন্য স্থানীয় সরকার বাসিন্দাদেরকে গ্রাম ত্যাগ করার প্রস্তাব করে এবং তাদের পুনর্বাসন করে। তখন অধিকাংশ বাসিন্দা গ্রাম ত্যাগ করেন। কিন্তু আরো ২শ বাসিন্দা গ্রামটিতে থেকে যান। সেজন্য স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল গ্রামের অবকাঠামো উন্নয়ন করা। পাশাপাশি গ্রামে পেনশন, চিকিত্সা ও শিক্ষাসহ জীবনযাত্রার বিভিন্ন মৌলিক উপাদান নিশ্চিত করা।

সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি বহুবারের মত দরিদ্র এলাকা পরিদর্শন করেন। গত মার্চে প্রেসিডেন্ট সি চীনা জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে নির্ভুল দারিদ্র বিমোচন জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমানে দারিদ্র বিমোচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব হল তা নির্ভুলভাবে কার্যকর করা। দারিদ্র বিমোচনের সকল প্রক্রিয়া নির্ভুল হতে হবে। যেমন, কাকে সহায়তা করা, কিভাবে সহায়তা করা ইত্যাদি। এছাড়াও আমাদের উচিত পুনরায় যেন কেউ দরিদ্রতার মুখোমুখি না হয় তা প্রতিরোধ করা। এটি দারিদ্র বিমোচনের মত গুরুত্বপূর্ণ।

(ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040