সফরের সময় শরিফ বলেন, ই-কমার্স বর্তমানে পাকিস্তানে প্রাথমিক পর্যায়ে থাকা সত্ত্বেও এর উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। আলিবাবা পাকিস্তানে ই–কমার্সের অবকাঠামো নির্মাণে সাহায্য করবে, যাতে দেশটির প্রস্তুতকরণ শিল্প আলিবাবার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
নেওয়াজ শরিফ আরও বলেন, পাক সরকার দেশটিতে আলিবাবার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে যথাসাধ্য সমর্থন দিয়ে যাবে।
আলিবাবার প্রেসিডেন্ট মা ইয়ুন বলেন, এবারের প্রযুক্তিগত সংস্কার উন্নয়নশীল দেশগুলোর বিশাল সুযোগ। ই-কমার্স উন্নয়নশীল দেশগুলোর অস্তিত্ব। আলিবাবা পাকিস্তানের কাছে ই-কমার্স ও নেট ব্যাংকিংসহ নানান অভিজ্ঞতা প্রদান করতে, পাকিস্তানের পণ্য চীন, এমন কি বিশ্ব বাজারে বিক্রি করতে সাহায্য করতে এবং একটি ডিজিটাল রেশমপথ নির্মাণ করতে ইচ্ছুক। (ওয়াং তান হোং/টুটুল)