মে ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (মঙ্গলবার) সকালে মহা গণভবন সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
লি খ্য ছিয়াং বলেন, দুই দেশের সাবেক নেতারা চীন-কম্বোডিয়া মৈত্রী শুরু করেন। প্রেসিডেন্ট সি চিন পিং গত বছর কম্বোডিয়ায় সফর করেছিলেন এবং নতুন আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দু'দশের মৈত্রী স্থাপিত হয়েছে। চীন কম্বোডিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় এবং কৌশলগত যোগাযোগ বজায় রাখতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ করতে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোদার করতে ইচ্ছুক।
লি বলেন, ধারণক্ষমতা, বিনিয়োগ ও কৃষিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা প্রকল্প এগিয়ে নেবে। দু'পক্ষ প্রতিরক্ষা আইন প্রয়োগ, শিক্ষা, পর্যটন, পুরাকীর্তি সংরক্ষণ, চিকিত্সা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে বিনিময় জোরদার করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
আগামী বছর চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫ বছর এবং কম্বোডিয়ার লান ছাং-মেকং নদী সহযোগিতা নেতাদের দ্বিতীয় সম্মেলন আয়োজনের কথা জানান প্রধানমন্ত্রী লি। কম্বোডিয়ার সঙ্গে যৌথভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে চায় চীন।
হুন সেন বলেন, চীনের সঙ্গে অভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করা, উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটনসহ নানা খাতে ব্যাপক সহযোগিতা করতে চায় তার দেশ। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বিনিময় ও সমন্বয় জোরদার করে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।
(শিশির/তৌহিদ/সু্বর্ণা)