চীনের ইউয়ুন নান প্রদেশের প্রাচীন গ্রাম 'নো ত্য'
  2017-05-16 11:44:07  cri

'নো ত্য' গ্রাম চীনের ইউয়ুন নান প্রদেশের তালি পাই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত। চীনের থাং রাজবংশে প্রতিষ্ঠিত এই গ্রামটির রয়েছে সহস্রাধিক বছরের ইতিহাস। 'সহস্রাব্দ পাই জাতির গ্রাম' হিসেবেই এ গ্রাম বিখ্যাত। গ্রামটিতে অনেক প্রাচীন স্থাপত্য খুব যত্নসহকারে সংরক্ষিত আছে। বর্তমানে গ্রামটির লোকসংখ্যা প্রায় ২০০ জন। পর্যটকরা এ গ্রামটিতে অতীতের সময় অনুভব করতে পারেন, অনুভব করতে পারেন এর প্রাচীন সংস্কৃতি। (তুহিনা/টুটুল)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040