মে ১৫: আজ (সোমবার) রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে বিশ্বের পঞ্চম বুদ্ধিজীবী শীর্ষসম্মেলন। এতে দেশ বিদেশের ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত বৈশ্বিক টেকসই উন্নয়ন নিয়ে ব্যাপক ও গভীর আলোচনা করেছেন। অংশগ্রহণকারীরা মনে করেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বৈশ্বিক উন্নয়ন ও প্রশাসনে নতুন প্রাণশক্তি যুগিয়েছে। চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ছেন ইউয়ান উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য, 'বুদ্ধিবৃত্তিকভাবে বৈশ্বিক উন্নয়ন বাস্তবায়ন করা'। উদ্বোধনী অনুষ্ঠানে ছেন বলেছেন, বুদ্ধিজীবীরা বিশ্বায়নের নতুন প্রবণতার প্রেক্ষাপটে বৈশ্বিক প্রশাসন ও আন্তর্জাতিক নীতির সংস্কার বাস্তবায়ন নিয়ে সক্রিয়ভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশ নেবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে। তারা 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে কার্যকর প্রস্তাব ও স্পষ্ট দিকনির্দেশনা দেবে, যাতে ন্যায়সঙ্গত, সহনশীল, ব্যাপক কল্যাণকর ও টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি করা যায়।
বিশেষজ্ঞরা উল্লেখ করেন, আর্থিক বিশ্বায়ন সামাজিক উত্পাদনশক্তি উন্নয়নের চাহিদা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে অগ্রগতির নিশ্চিত ফলাফল বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে শক্তিশালী প্রেরণা দিয়েছে। বিশ্বায়ন প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকায় বিশ্বায়নবিরোধী মতামত এসেছে, তাকে গুরুত্ব দেওয়া উচিত। তবে, সব সমস্যার জন্য বিশ্বায়ন দায়ী নয় বলে মন্তব্য করেন তারা।
(সুবর্ণা/তৌহিদ/শিশির)