মে ১৫: গতকাল (রোববার) বিকেলে বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে 'জনমনের যোগাযোগ জোরদার' শীর্ষক একটি সমান্তরাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
জনগণের মানসিক যোগাযোগ জোরদার, সমৃদ্ধি ও উন্নয়ন বাড়ানো ছিল এ সম্মেলনের প্রতিপাদ্য। ৬০ দেশের সরকার, পার্টি, শিল্পপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার ৪০০ প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক সুং থাও বলেন, জনমনের যোগাযোগ বাস্তবায়নে চীন 'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট দেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় করবে। এ সম্মেলন জনগণের মানসিক যোগাযোগকে নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে আশা করেন অংশগ্রহণকারীরা।
ইউনেস্কো ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকসহ অন্যান্য প্রতিনিধিরাও সম্মেলনে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারা মনে করেন সংশ্লিষ্ট দেশ ও জনগণ চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ থেকে উপকৃত হবে।
(শিশির/তৌহিদ/সুবর্ণা)