সাক্ষাতের সময় লি খ্য ছিয়াং বিশ্ব ব্যাংক ও চীনের মধ্যে সহযোগিতার ইতিবাচক মূল্যায়ন করেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন বড় দেশের দায়িত্ব পালন করতে, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়ন সাধনসহ নানা ক্ষেত্রের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। বিশ্ব ব্যাংক বিশ্বের বহুপক্ষীয় উন্নয়ন সংস্থা হিসেবে অর্থনীতির বিশ্বায়ন, উন্নয়ন সহযোগিতা জোরদার এবং সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের নেতৃত্ব দেবে বলে চীন আশা করে।
কিম জিম-ইয়ং বলেন, বিশ্ব ব্যাংকের চীনের সঙ্গে সুষ্ঠু সহযোগিতা রয়েছে। চীন যে চিকিত্সা ব্যবস্থায় সংস্কার চালিয়েছে, তার প্রশংসা করে বিশ্ব ব্যাংক। চীনের এ কার্যক্রম অন্য দেশের জন্য অভিজ্ঞতা প্রদান করবে বলে মন্তব্য করেন কিম। এছাড়া বিশ্ব ব্যাংক চীনের সংস্কার গভীরতর, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন, উন্নয়নের নতুন জ্বালানিশক্তি লালনসহ নানা ক্ষেত্রে আস্থা প্রকাশ করে এবং অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
(ওয়াং তান হোং/টুটুল)