'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে আগ্রহী নেপাল
  2017-05-14 19:18:45  cri
মে ১৪: চীনের 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে অংশগ্রহণকারী নেপালের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী কৃষ্ণা বাহাদুর মাহারা গতকাল (শনিবার) বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণ নেপালের উন্নয়নের জন্য সহায়ক। চীনের সঙ্গে রেলপথ ও সড়ক যোগাযোগ খাতে সহযোগিতা করতে চায় নেপাল।

তিনি আরো বলেন, চীন ও নেপাল ঐতিহ্যিক সুপ্রতিবেশী দেশ; চীন বরাবরই উন্মুক্ত মনোভাব নিয়ে নেপালকে সাহায্য করে। আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আরো বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে নেপালে পুঁজি বিনিয়োগে স্বাগত জানান মাহারা। চীন ধীরে ধীরে স্থিতিশীল ও সমৃদ্ধ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শীর্ষস্থানে রেখেছে নেপাল এবং বরাবরই 'এক চীন নীতি'কে সমর্থন দেয় তার দেশ।

(সুবর্ণা/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040