মে ১৪: বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গো-কিনশাসা অঞ্চলে সম্প্রতি ইবোলা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ১৩ মে পর্যন্ত ১১ জন সন্দেহভাজন রোগী খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন প্রাণ হারিয়েছে।
১১ মে কঙ্গো-কিনশাসা স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়, তারা ৫টি নমুনা পরীক্ষা করেছে এবং মৃত একজন ইবোলা ভাইরাসে আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের কর্মকর্তা ইতোমধ্যেই কিনশাসা পৌঁছেছেন। ইবোলা বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবেন এবং ভাইরাসের প্রকোপ বন্ধ করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে ১১ হাজার মানুষ মারা যায়।
(শিশির/তৌহিদ/সুবর্ণা)