'এক অঞ্চল, এক পথ' শীর্ষক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী চাং কাও লি
  2017-05-14 19:12:42  cri

মে ১৪: আজ (রোববার) 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী চাং কাও লি। ভাষণে তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের চাবিকাঠি হলো নীতি, অবকাঠামো, বাণিজ্য, অর্থ ও জনগণের মানসিক সংযুক্তি। এ পাঁচটি ক্ষেত্রে সহযোগিতার মান উন্নত করলে এবং নতুন একটি সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করলে এ উদ্যোগসংশ্লিষ্ট দেশ ও দেশের মানুষ উপকৃত হতে পারবে।

ভাষণে চাং কাও লি পাঁচটি প্রস্তাব দিয়েছেন। তিনি নীতিগত যোগাযোগ বাড়িয়ে দেশগুলোর রাজনৈতিক ভিত্তি মজবুতের কথা বলেছেন।

এ উদ্যোগের আওতায় অবকাঠামো নেটওয়ার্ক তৈরির প্রস্তাব দেন তিনি।

বাণিজ্যিক যোগাযোগ জোরদার করে, 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পে প্রাণবন্ত বাজার প্রতিষ্ঠার প্রস্তাব দেন চাং কাও লি।

বিভিন্ন দেশের মধ্যে আর্থিক যোগাযোগ জোরদার করে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় বহুপক্ষীয় বিনিয়োগের কথা বলেন তিনি।

সবশেষে, জনগণের মানসিক সংযুক্তি জোরদার করে এ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে মৈত্রী তৈরির প্রস্তাব দেন চীনের উপপ্রধানমন্ত্রী চাং কাও লি।

উপপ্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে চীন ৮ লাখ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করবে, ৬০ হাজার কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ গ্রহণ করবে এবং বিদেশে ৭৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। এ সময় ৭০ কোটি পার্সন টাইমস বিদেশ ভ্রমণ হবে বলেও আশা করেন তিনি।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040