বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব
  2017-05-14 16:11:07  cri

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস

মে ১৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস আজ (রোববার) বেইজিংয়ে শুরু-হওয়া 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও জাতিসংঘের 'এজেন্ডা ২০৩০'-এর মধ্যে পার্থক্য আছে। তবে, টেকসই উন্নয়নের প্রশ্নে দুটোর মধ্যে অনেক মিলও রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, মানবিক বিনিময় বাড়াতে 'এক অঞ্চল, এক পথ' ও 'এজেন্ডা ২০৩০' ইতিবাচক ভূমিকা রাখতে চায়। তাই এ দুটো ধারণার মধ্যে কার্যকর সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া জরুরি। (আনন্দী/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040