রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
মে ১৪: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামের উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাষণে সি চিন পিং জ্বালানি, পরিবহন, অবকাঠামো, শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার যে প্রস্তাব দিয়েছেন, তা সময়োচিত। এ থেকে একত্রীকরণ বিষয়ে চীনের উদ্ভাবনশীল মনোভাব প্রকাশিত হয়েছে। পুতিন আজ (রোববার) বেইজিংয়ে একই অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইউরেশিয়ার বিভিন্ন দেশের জনগণের মধ্যে প্রাচীনকাল থেকেই পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবিংশ শতাব্দীতে এ ধরনের যোগাযোগ ও সম্পর্ক সহযোগিতার জন্য দরকার। বিশেষ করে, বর্তমান বিশ্বকে নানা হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি ছাড়া এ সব চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না।
পুতিন আরও বলেন, আজ ইউরেশিয়ায় একত্রীকরণের ধারণা বিকশিত হচ্ছে। এ ধারণার আওতায় বহু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতদঞ্চলের রাষ্ট্রগুলো 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সমর্থনও করে।
রুশ প্রেসিডেন্ট মনে করেন, ইউরেশীয় অঞ্চলে একত্রীকরণের ধারণা কেবল দেশগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করবে তা নয়, এ ধারণা এতদঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং রাখবে। এ সময় তিনি বিভিন্ন দেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক মহলের প্রতিনিধিদের ভ্লাদিভস্তকে অনুষ্ঠেয় দূরপ্রাচ্য অর্থনীতি ফোরামে অংশগ্রহণ করার আহ্বান জানান। (আনন্দী/আলিম)