মে ১৪: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর মহাপরিচালক জোসে গ্রাজিয়ানো দা সিলভা গতকাল (শনিবার) বেইজিংয়ে বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের উদ্দেশ্য অভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা, জাতিসংঘের 'এজেন্ডা ২০৩০'-এর টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করা, এবং বিভিন্ন দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকাজকে সামনে এগিয়ে নেওয়া।
তিনি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কার আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও রেশমপথের চেতনা প্রাচীন রেশমপথে নতুন মাত্রা যোগ করেছে। 'এক অঞ্চল, এক পথ' ইতোমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা এর গুরুত্ব উপলব্ধি করেছে।
গ্রাজিয়ানো জানান, 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরামে তিনি মূলত দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং গ্রাম ও কৃষি উন্নয়নের ওপর জোর দেবেন। তিনি আশা করেন, শীর্ষফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ প্রচেষ্টায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও সামনে এগিয়ে যাবে। (আনন্দী/আলিম)