মে ১৪: 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষফোরাম আজ (রোববার) বেইজিংয়ে উদ্বোধন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেন।
এ বারের শীর্ষফোরামের প্রতিপাদ্য হচ্ছে: "আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন, অভিন্ন কল্যাণ ও উন্নয়ন অর্জন"। ২৯টি দেশের শীর্ষ নেতৃবৃন্দ, জাতিসংঘ, বিশ্ব ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ ৭০টির বেশি আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও প্রতিনিধি এবং শতাধিক দেশের রাজনীতি ও বাণিজ্য মহলের প্রতিনিধিরা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৩ সালে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপন করার পর এই সহযোগিতা শীর্ষফোরামই হচ্ছে প্রস্তাবের ওপর আয়োজিত সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফোরাম। ফোরামে 'সহযোগিতা' ও 'অভিন্ন কল্যাণ'-এর আলোকে নীতিগত যোগাযোগ, সড়ক যোগাযোগ, সুস্থ বাণিজ্য, মানবিক যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
(আনন্দী / আলিম)