প্রেসিডেন্ট সি বলেন, চীন-পাকিস্তান সম্পর্ক চীনের কূটনীতির অগ্রাধিকারমূলক বিষয়। পাকিস্তানের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে ইচ্ছুক চীন। দু'দেশের সম্পর্ক এগিয়ে নিতে দু'পক্ষের উচ্চ পর্যায়ের বিনিময়, সরকার ও আইন প্রণয়নকারী সংস্থা এবং পার্টিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগকে গুরুত্ব দেয় চীন। চীন-পাক অর্থনৈতিক করিডোর, গোয়াদার বন্দর ও সংশ্লিষ্ট প্রকল্প, শিল্প পার্ক পরিকল্পনা, অবকাঠামো, জ্বালানি খাত ও গণজীবীকাসহ বিভিন্ন সহযোগিতা প্রকল্প এগিয়ে নেবে দুই পক্ষ। তা ছাড়া, সন্ত্রাসদমন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় জোরদার করা উচিত। শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক চীন।
সাক্ষাতে পাক-চীন বন্ধুত্বকে ঐতিহ্যিক উল্লেখ করে নেওয়াজ বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে পাকিস্তানের দৃঢ় সমর্থন রয়েছে। চীনের সঙ্গে পাক-চীন অর্থনৈতিক করিডোরসহ বিভিন্ন প্রকল্প এগিয়ে নিতে চায় পাকিস্তান। তা ছাড়া জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোতে সহযোগিতা ও সমন্বয় ঘনিষ্ঠ করবে ইসলামাবাদ।
(জিনিয়া ওয়াং/তৌহিদ)