প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2017-05-13 18:50:54  cri
মে ১৩: আজ (শনিবার) বেইজিংয়ের তিয়াওইয়ুথাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরামে অংশ নিতে চীন সফর করছেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, চীন-পাকিস্তান সম্পর্ক চীনের কূটনীতির অগ্রাধিকারমূলক বিষয়। পাকিস্তানের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে ইচ্ছুক চীন। দু'দেশের সম্পর্ক এগিয়ে নিতে দু'পক্ষের উচ্চ পর্যায়ের বিনিময়, সরকার ও আইন প্রণয়নকারী সংস্থা এবং পার্টিসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগকে গুরুত্ব দেয় চীন। চীন-পাক অর্থনৈতিক করিডোর, গোয়াদার বন্দর ও সংশ্লিষ্ট প্রকল্প, শিল্প পার্ক পরিকল্পনা, অবকাঠামো, জ্বালানি খাত ও গণজীবীকাসহ বিভিন্ন সহযোগিতা প্রকল্প এগিয়ে নেবে দুই পক্ষ। তা ছাড়া, সন্ত্রাসদমন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সমন্বয় জোরদার করা উচিত। শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক চীন।

সাক্ষাতে পাক-চীন বন্ধুত্বকে ঐতিহ্যিক উল্লেখ করে নেওয়াজ বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে পাকিস্তানের দৃঢ় সমর্থন রয়েছে। চীনের সঙ্গে পাক-চীন অর্থনৈতিক করিডোরসহ বিভিন্ন প্রকল্প এগিয়ে নিতে চায় পাকিস্তান। তা ছাড়া জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোতে সহযোগিতা ও সমন্বয় ঘনিষ্ঠ করবে ইসলামাবাদ।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040