মে ১২: 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরাম বেইজিংয়ে অবিলম্বে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সিনেটর, চীন-পাক অর্থনৈতিক করিডোর কমিটির চেয়ারম্যান মুহাম্মদ তালহা মাহমুদ গতকাল (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারকে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব হচ্ছে বিভিন্ন দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ও জনগণের আদানপ্রদান অগ্রসর করার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
তিনি বলেন, বেইজিংয়ে আসন্ন 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরামে অংশগ্রহণের আকার ব্যাপক বলে বিশেষ গুরুত্বপূর্ণ তাত্পর্য প্রতিফলিত হয়েছে। এখন অর্থনৈতিক উন্নয়ন অগ্রসর করা হচ্ছে সারা বিশ্বের দৃষ্টির কেন্দ্র। চীন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরাম আয়োজনের মাধ্যমে চীন বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য আরো বিরাট অবদান রাখবে।
তিনি আশা করেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে পাকিস্তানের জন্য সমৃদ্ধ উন্নয়নের নতুন অধ্যায় খুলবে। (ইয়ু/টুটুল)