বেইজিংয়ে সি চিন পিং ও পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2017-05-12 20:46:37  cri

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যতা সিধো

মে ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) বেইজিংয়ে মহা গণভবনে সফররত পোল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাতা সিধোর সঙ্গে সাক্ষাত্ করেন। 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরামে অংশ নিতে তিনি বেইজিংয়ে এসেছেন।

সি চিন পিং উল্লেখ করেন, পোল্যান্ড হচ্ছে সর্বপ্রথম গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার দেশের অন্যতম। দু'দেশের জনগণের মধ্যে ঐতিহ্যবাহী মৈত্রী রয়েছে। পোল্যান্ডকে মধ্য-পূর্ব ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার মনে করে চীন। চীন পোল্যান্ডের সঙ্গে নিরন্তরভাবে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের অর্থ সমৃদ্ধ করবে। দু'দেশকে অবকাঠামো নির্মাণ, পরিবহন ও পণ্য স্থানান্তর, অর্থ, পরিবেশ সুরক্ষা ও উচ্চ প্রযুক্তিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, পোল্যান্ড সক্রিয়ভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজ সমর্থন করে এবং অংশ নেয়, চীন এর প্রশংসা করে। চীন আশা করে, পোল্যান্ড ইইউতে ইতিবাচক ভূমিকা পালন করবে, চীন ও ইউরোপের সম্পর্কের গভীর উন্নয়ন অগ্রসর করবে। চীন আশা করে, পোল্যান্ড অব্যাহতভাবে '১৬+১ সহযোগিতা' আরো শক্তিশালী করবে, 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাবে এবং মধ্য-পূর্ব ইউরোপে চীন ও ইউরোপের সহযোগিতার আরো বিরাট বিকাশ বাস্তবায়ন করবে।

সিধো বলেন, গত বছরের জুনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পোল্যান্ড সফর বলিষ্ঠভাবে দু'দেশের সম্পর্কোন্নয়ন, পারস্পরিক উপকারিতা ও সকলের কল্যাণমূলক সহযোগিতা ত্বরান্বিত করেছে। প্রেসিডেন্ট সি'র উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বিশ্বের ভারসাম্য, টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে, পোল্যান্ডের জন্যও খুব গুরুত্বপূর্ণ। পোল্যান্ড সক্রিয়ভাবে 'এক অঞ্চল, এক পথ' এর কাঠামোতে অবকাঠামো নির্মাণসহ নানা খাতের সহযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040