রক্ত গ্রুপের সাথে মানুষের স্বভাব-চরিত্রের কোনো সম্পর্ক আছে কি?
  2017-05-14 19:17:07  cri

আপনি কি মানুষের রক্তের গ্রুপ বা রাশির ব্যাপারে আগ্রহী? আমার অনেক মেয়েবন্ধু মানুষের রক্তের গ্রুপ ও রাশি সম্পর্কে আগ্রহী। কেউ কেউ তো পরিচিত হবার সাথে সাথে একজনকে প্রশ্ন করে বসেন: আপনার রক্তের গ্রুপ কী? আপনি কোন রাশির জাতক? তারা বিশ্বাস করেন যে, রক্তের গ্রুপ বা রাশির সাথে মানুষের স্বভাব-চরিত্রের সম্পর্ক আছে। অন্যভাবে বললে, মানুষের রক্তের গ্রুপ বা রাশি জানা গেলে তাদের স্বভাব-চরিত্র সম্পর্কে আন্দাজ করা সম্ভব। কিন্তু আসলেই কি তাই? এ বিশ্বাসের পেছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? আজকের 'জীবন যেমন' অনুষ্ঠানে আমরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো।

রক্তের গ্রুপের সাথে ব্যক্তির স্বভাব-চরিত্রের সম্পর্ক থাকার ব্যাপারটি অনেকে বিশ্বাস করলেও, এর পেছনে সুস্পষ্ট কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাওয়া যায়নি। এ বিশ্বাসের পক্ষে কোনো কোনো রিপোর্ট কথা বললেও, সেগুলো তেমন শক্তিশালী যুক্তি দ্বারা সমর্থিত নয়। আবার এ ধরনের রিপোর্টের মধ্যে পরস্পরবিরোধিতাও লক্ষ্য করা যায়।

আসলে রক্তের গ্রুপের সাথে মানুষের স্বভাব-চরিত্রের সম্পর্ক থাকার কথা প্রথম বলেন জাপানি শিক্ষাবিদ ফুরুকাওয়া তাকেজি। তিনি ১৯২৭ সালে একটি থিওরি প্রচার করেন। তার থিওরিটি হচ্ছে: ভিন্ন ভিন্ন রক্তের গ্রুপের মানুষের স্বভাব-চরিত্রের পার্থক্য থাকে। একই গ্রুপের মানুষের মধ্যে মানসিক দিক দিয়ে মিল থাকে। তার এ বক্তব্যের একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। ১৮৯৫ সালে চীনে আগ্রাসন চালিয়ে জাপান তাইওয়ান দখল করে নেয়। কিন্তু তাইওয়ানের মানুষ কখনই জাপানি শাসন মেনে নেয়নি। এমনি এক প্রেক্ষাপটে ফুরুকাওয়া বলেন যে, তাইওয়ানের ৪০ শতাংশ মানুষের রক্তের গ্রুপ 'ও'। আর 'ও' গ্রুপের রক্ত যাদের শরীরে তারা সাহসী, বিজয়ী, আত্মবিশ্বাসী, ও আক্রমণাত্মক। তার যুক্তি ছিল, এ কারণেই তাইওয়ান কখনই জাপানি শাসন মেনে নেয়নি। তিনি তাই তাইওয়ানে 'ও' গ্রুপের মানুষের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাবও দিয়ে বসেছিলেন।

রক্তের গ্রুপ মানুষের স্বভাব-চরিত্র নিয়ন্ত্রণ করে—এ বক্তব্যের পেছনে কোনো শক্ত বৈজ্ঞানিক যুক্তি নেই, এ কথা সত্য। কিন্তু তারপরও অনেকে বিশ্বাস করেন যে, রক্তের গ্রুপ ও রাশি মানুষের চরিত্র নির্ধারণ করে। তাদের বিশ্বাসের পেছনে যুক্তি একটাই, আর তা হলো: একই গ্রুপের রক্তের মানুষের মধ্যে, একই রাশির মানুষের মধ্যে মিল লক্ষ্য করা যায়। আসলে, মানুষে মানুষে চরিত্রগত মিল থাকবে এটা স্বাভাবিক। দুটি ভিন্ন গ্রুপের রক্তের অধিকারী মানুষের মধ্যেও অনেক মিল থাকতে পারে।

বস্তুত মানুষের স্বভাব-চরিত্র কেমন হবে তা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের ওপর। এর মধ্যে রয়েছে জন্মগত কারণ, পারিবারিক পরিবেশ ইত্যাদি। একবার পাঁচ জোড়া যমজের ওপর পরীক্ষা চালানো হয়েছিল। পরীক্ষার ফল থেকে দেখা গেল, যমজদের মধ্যে স্বভাব-চরিত্রের দিক দিয়ে মাত্র ৫০ শতাংশ মিল আছে।

তার মানে, আমরা অ্যাট বেস্ট এটা বলতে পারি যে, মানুষের স্বভাব-চরিত্রের ৫০ শতাংশ নির্ধারণ করে জন্মগত কারণ। বাকি ৫০ শতাংশ নির্ভর করে অন্যান্য ফ্যাক্টরের ওপর। আসলে মানুষের 'জিন' একটি জটিল ধাঁধা। রক্তের গ্রুপ নির্ধারণ করে যে 'জিন', সেটি মানুষের শরীরের লক্ষ লক্ষ জিনের মাত্র একটি। তাই চরিত্রের ওপর রক্তের গ্রুপের প্রভাব খুবই সীমিত হবারই কথা।

হ্যাঁ, এটি আড্ডার বিষয়বস্তু হতে পারে। বন্ধুদের আড্ডায় বা বাড়িতে খাবার টেবিলে এ ইস্যুতে চমত্কার আলোচনা হতে পারে। এ আলোচনা থেকেও আমরা একে অপরের স্বভাব-চরিত্র সম্পর্কে আন্দাজ করতে পারি।

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040