বেইজিংয়ে সি চিন পিং ও মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর সাক্ষাত্
  2017-05-12 19:21:19  cri

মে ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) বেইজিংয়ে মহা গণভবনে সফররত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জারগালতুলজিন এরদেনেবাতের সঙ্গে সাক্ষাত্ করেন। 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরামে অংশ নিতে এরদেনেবাত বেইজিংয়ে এসেছেন।

সি চিন পিং বলেন, চীন সবসময় মঙ্গোলিয়ার সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। দু'পক্ষের উচিত পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সকলের জয়লাভের নীতি অনুসরণ করে ভবিষ্যত মুখী সুযোগ কাজে লাগিয়ে উন্নয়নের পদক্ষেপ আরো দ্রুত করা, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করা, দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নেওয়া।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-মঙ্গোলিয়ার সম্পর্কের বিস্তার উন্নয়নের সম্ভাবনা আছে। দু'পক্ষকে প্রকৃতই পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ মনোযোগী বিষয়গুলোকে বিবেচনা করে পারস্পরিক আস্থা গভীরতর করতে হবে, যাতে দু'দেশের সম্পর্ক সঠিক কক্ষপথ থেকে সরে না যায়।

তিনি আরো বলেন, মঙ্গোলিয়া হচ্ছে 'এক অঞ্চল, এক পথ' বরাবরের গুরুত্বপূর্ণ দেশ। মঙ্গোলিয়াকে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণকাজে সক্রিয়ভাবে অংশ নিতে স্বাগত জানায় বেইজিং। মঙ্গোলিয়া ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করার সেতু ও মিলনসূত্রের ভূমিকা পালন করবে বলে চীন সমর্থন করে।

এরদেনেবাত বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা উন্নয়ন করা হচ্ছে মঙ্গোলিয়ার অগ্রাধিকার দিক। মঙ্গোলিয়া 'এক চীন নীতি' অনুসরণ করে, দু'দেশের ঊর্ধ্বতন পর্যায়ের যোগাযোগ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে চায়। মঙ্গোলিয়া সক্রিয়ভাবে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতায় অংশ নিতে আগ্রহী। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040