মে ১২: চীনের উপ-অর্থমন্ত্রী চু কুয়াং ইয়াও আজ (শুক্রবার) বেইজিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরামে অংশগ্রহণের জন্য প্রতিনিধি পাঠাবে।
চু কুয়াং ইয়াও এ দিন রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষনেতাদের বৈঠকের প্রায় এক মাস পর দু'দেশ অর্থনৈতিক সহযোগিতার এক'শ দিন পরিকল্পনার প্রারম্ভিক ফলাফল হিসেবে দশটি মতৈক্যে পৌঁছেছে। এগুলোর মধ্যে রয়েছে কৃষিজাত পণ্য বাণিজ্য, আর্থিক পরিষেবা, বিনিয়োগ ও জ্বালানিসহ নানা ক্ষেত্র।
চীন ১৬ জুলাই এর আগে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানি করা অনুমোদন দেবে। চীন ১৬ জুলাই এর আগে চীনে সম্পূর্ণ বিদেশি পুঁজির আর্থিক পরিষেবা কোম্পানিকে ক্রেডিট রেটিং সেবা দেওয়া অনুমোদন দেবে। চীন যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করাকে স্বাগত জানাবে। (ইয়ু/টুটুল)