তিনি জানান, এখন পর্যন্ত চীন ২২টি দেশ ও অঞ্চলের সাথে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এ দেশগুলোর মধ্যে 'এক অঞ্চল, এক পথ'-সংশ্লিষ্ট দেশের সংখ্যা ১১টি।
ছিয়েন খ্য মিং আরও জানান, শীর্ষফোরাম চলাকালে চীন জর্জিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে এবং মঙ্গোলিয়া, নেপাল ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের সাথে অবাধ্য বাণিজ্য এলাকা নিয়ে আরও আলোচনা করবে।
ছিয়েন খ্য মিং জানান, চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ বাণিজ্য চুক্তির কাঠামোয় ভারত, শ্রীলংকা, বাংলাদেশ ও লাওসের সাথে শুল্ক হ্রাস সংক্রান্ত চতুর্থ দফার আলোচনা শেষ করেছে। (লিলি/আলিম/জিনিয়া)