'ত্রয়োদশ চীন আর্ন্তজাতিক কার্টুন ও অ্যানিমেশান উত্সব'
  2017-05-10 11:00:44  cri

 

ত ২৬ জুলাই থেকে পয়লা মে পর্যন্ত চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত হয় 'ত্রয়োদশ চীন আর্ন্তজাতিক কার্টুন ও অ্যানিমেশান উত্সব'। উত্সবটি কাভার করতে সিআরআই থেকে ৯ জন সাংবাদিক সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন বাংলা বিভাগের শিশির ও জিনিয়া।

ছয় দিনব্যাপী উত্সবের মূল প্রতিপাদ্য ছিল: 'আন্তর্জাতিক কার্টুন এবং বিশ্বলালন।' দেশ-বিদেশের ৮২টি দেশ ও অঞ্চল এ উত্সব এবং সংশ্লিষ্ট প্রদর্শনীতে অংশ নেয়। উত্সবে ৫৯টি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

উত্সব চলাকালে আমাদের রিপোর্টারদের সঙ্গে সাক্ষাত ঘটে দশ-বারো জন বাংলাদেশি শিক্ষার্থীর। তাদের সবাই চেচিয়াং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। তাদের কেউ পোস্ট-ডক্টরেট করছেন, কেউ করছেন পিএইচডি, আবার কেউ কেউ মাস্টারসের শিক্ষার্থী। উত্সব চলাকালে তাদের কয়েক জনের সাক্ষাত্কার নিয়েছেন আমাদের রিপোর্টার জিনিয়া ও শিশির।

উত্সবস্থল থেকে শিশির ও জিনিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে ফেসবুকে একটি লাইভ শো করেন। এ সময় তারা তাদের সঙ্গে গান গেয়েছেন, কথা বলেছেন। লাইভ ভিডিওর রেকর্ডেড অংশ দেখতে আপনারা আমাদের ফেসবুক পেজ CRIbangla ভিজিট করতে পারেন।



© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040