মে ৯: 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব কার্যকর করার পথে কঠিনতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া খুব স্বাভাবিক এবং প্রতীক্ষিত একটি ব্যাপার। এ ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে তা মোকাবিলা করা হবে এবং কঠিনতা অতিক্রম করা হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এ কথা বলেন।
চলতি সাপ্তাহিক ছুটিতে 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে গেং শুয়াং বলেন, এ বারের ফোরাম আয়োজনের উদ্দেশ্য হলো অভিজ্ঞতার সারসংকলন করা, পরিকল্পনা করা, সমস্যা বিশ্লেষণ করা, যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলা।
তিনি বলেন, 'মানবজাতির ইতিহাসের সব মহান ব্রতের মতো এক অঞ্চল এক পথ প্রস্তাব এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় অনিবার্যভাবে নানা ধরনের কঠিনতা ও চ্যালেঞ্জের শিকার হতে পারে। এটা স্বাভাবিক এবং প্রতীক্ষিত। আমরা বিশ্বাস করি, বিভিন্ন পক্ষের যৌথ প্রচেষ্টায় এ বারের ফোরাম সাফল্য মন্ডিত হবে। এক অঞ্চল এক পথ প্রস্তাব চ্যালেঞ্জ মোকাবিলা এবং কঠিনতা অতিক্রম করার পথে পথে নিরন্তরভাবে সামনে এগিয়ে যাবে।' (ইয়ু/টুটুল)