মে ৯: পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভা সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব এশিয়া ও ইউরোপের পণ্যদ্রব্যের অবাধ লেনদেন আর লোকজনের ধারণা বিনিময় করার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে। এ প্রস্তাব এশিয়া ও ইউরোপের অর্থনৈতিক বৃদ্ধি আর সামাজিক উন্নয়নের জন্য ফলপ্রসূ পদ্ধতি সরবরাহ করেছে।
সিলভা বলেন, পর্তুগাল ও চীনের রাজনৈতিক পারস্পরিক আস্থা অত্যন্ত অটুট। পর্তুগাল সবসময় চীনের চলমান গভীর ও দ্রুতগতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তনের ওপর নিবিঢ় দৃষ্টি রাখে এবং 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে নানা ধরনের সহযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী।
সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের অর্জিত দ্বিপাক্ষিক সহযোগিতার ফলাফল প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দু'দেশের যোগাযোগ নিরন্তরভাবে জোরদার হয়েছে। পর্তুগালে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পরিমাণ বেড়েছে। চীনে পর্তুগালের রপ্তানির পরিমাণ প্রতি বছর ৩৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পর্তুগীজ ভাষা শেখার কোর্স জনপ্রিয় হয়েছে। ২৬ জুলাই বেইজিং থেকে লিসবনগামী দু'দেশের প্রথম সরাসরি ফ্লাইট চালু হবে।
সিলভা জানান, পর্তুগালের বিশ্বায়ন বিষয়ক রাষ্ট্রীয় সচিব জর্জ কস্তা অলিভেইরা বেইজিং শীর্ষফোরামে উপস্থিত থাকবেন। (ইয়ু/টুটুল)