চীনের এক অঞ্চল, এক পথ- ধারণা কার্যকর করতে চীনকেই নেতৃত্ব দিতে হবে। ৮ মে রাজধানীয় ঢাকায় 'বাংলাদেশ চীন সম্পর্ক, এক অঞ্চল এক পথ' শীর্ষক সেমিনারে উঠে আসে এ কথা।
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। প্রাবন্ধিক বলেন, এক অঞ্চল এক নীতি কার্যকরে চীনের পাশাপাশি এ অঞ্চলের আরেকটি বড় দেশ ভারতকেও এগিয়ে আসতে হবে। এ জন্য এ অঞ্চলের দেশগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করতে হবে। সেমিনারে বাংলাদেশের ব্যবসায়ীরা চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানির সুযোগও দাবি করেন। বলেন, এতে পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং সত্যিকার অর্থে 'এক অঞ্চল এক পথ' ধারণাকে বাস্তব রূপ দেবে।
এক অঞ্চল এক পথ ধারনা বাস্তবায়নের জন্য যে অবকাঠামো নির্মাণ প্রয়োজন সেক্ষেত্রেও চীনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিশেষজ্ঞরা। সেমিনার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংছিয়াং, সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ও সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান উপস্থিত ছিলেন।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।