তিনি বলেন, 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক শীর্ষফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। ব্রিক্স গ্রুপের শীর্ষনেতাদের নবম বৈঠকও আগামী সেপ্টেম্বরে চীনের ফু চিয়ান প্রদেশের সিয়া মেন শহরে অনুষ্ঠিত হবে। চীনে অনুষ্ঠেয় এ দু'টো কূটনৈতিক তত্পরতা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৩ সালে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপন থেকে তিনবছরের বেশি সময়ের উন্নয়নে এই প্রস্তাব 'এক অঞ্চল, এক পথ' বরাবর দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে নেতৃত্বাধীন ভূমিকা পালন করেছে। এতে চীনের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘ।
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জাতিসংঘের সঙ্গে চীনের সহযোগিতা জোরদার এবং নতুন অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/টুটুল)