ভোরে আমাদের সবচেয়ে সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে
  2017-05-05 19:05:50  cri



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান 'তোমার জন্য গান'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা এবং টুটুল।

মুক্তা: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে 'খোঁজ' নামের গান শোনাতে চাই। গেয়েছেন হুয়া ছেন ইউ। হুয়া ছেন ইউ ১৯৯০ সালের ৭ ফেব্রুয়ারি হুবেই প্রদেশের শিয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি উহান সংগীত একাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। ২০১৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি দু'টি সংগীত প্রতিযোগিতার চীনের মূলভূভাগে সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। তার দ্বিতীয় অ্যালবাম ২০১৬ সালের একটি সংগীত প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের পুরস্কার লাভ করে।

টুটুল: 'খোঁজ' গানটির কথা হল, 'বালিশের পাশে ঢেউ নেই, কিন্তু আমরা আন্দোলিত হচ্ছি কেন? হাত দিয়ে চন্দ্রপ্রভা দেখা যায় না, আকাশে তারকা উজ্জ্বল হচ্ছে কেন? সূর্য অনেক দূর, কিন্তু কাছে যাওয়ার সামর্থ্য আছে আমাদের। ভোরে আমাদের সবচেয়ে সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে। সুন্দর দৃশ্য কত লম্বা? পথে সুন্দর ফুল আছে। আকাশ আরো রৌদ্রজ্জ্বল। সামনে আরামদায়ক বাতাস আসছে। বিশ্ব কত বড়, পিছনে জন্মস্থান আছে। চলো উড়ি। পথের দৃশ্য গানে পরিণত হচ্ছে। সাদা ও কালো বুঝি না, কিন্তু ঘড়ির ঘণ্টা শুনে বুঝতে পারি। নতুন বিশ্বে দু:সাহসিক কাজ করি। অনেক কথা বলতে চাই, কিন্তু পিছনে কেবলমাত্র মরুভূমি। একা বাসস্থানহীন থাকতে পছন্দ করি,কিন্তু আসলে নিজের সঙ্গে লুকোচুরি করি। সবচেয়ে সুন্দর ভ্রমণের মাধ্যমে আমরা ভালোবাসা মনে রাখতে পারি। চলো উড়ি। আমি দেখেছি, তুমি ফুলের সমুদ্রে বসেছো। তুমি আমার হাত ধরে পাহাড়ের নিচে শুয়ে থাকো। আসলে আমাদের জীবন খুবই অল্প সময়ের। আমাদের উচিত বিশ্বে নিজের চিহ্ন রাখা। চলো উড়ি। আগামী বসন্তকালে আমি বাড়ি ফিরে যাবো। ভালোবাসা তরুণের মত বড় হবে'। বন্ধুরা, তাহলে চলুন গানটি শোনা যাক।

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'খোঁজ' নামের গান।এখন আমি আপনাদেরকে 'প্রিয় সন্তানরা' নামের গান শোনাতে চাই। গেয়েছেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী সুন নান ও তরুণ কণ্ঠশিল্পী ওয়াং ইউয়ান। আগের একটি অনুষ্ঠানে আমরা 'টিএফ বয়েজ'-এর পরিচয় তুলে ধরেছিলাম। গ্রুপটিতে তিনজন তরুণ আছে। মনে আছে আপনাদের? ওয়াং ইউয়ান গ্রুপটির একজন সদস্য। এখন আমি সুন নানের পরিচয় তুলে ধরবো। সুন নান ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের এক শিল্প-সাহিত্যিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে পিয়ানো ও গিটার শেখা শুরু করেন। তিনি ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি কয়লার খনি শিল্পী দলের একজন অভিনেতা ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি চীনের কেন্দ্রীয় গান এবং নৃত্য দলের একজন অভিনেতা ছিলেন। ১৯৯০ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি পেশাগতভাবে কণ্ঠশিল্পী মহলে প্রবেশ করেন। একই বছর তিনি তালিয়ান শহরের গান এবং নৃত্য দলে প্রবেশ করেন। ১৯৯৩ সালের মে মাসে তিনি হংকংয়ে নিজের কাজ উন্নয়ন শুরু করেন। এ পর্যন্ত তিনি মোট ১১টি অ্যালবাম প্রকাশ করেন।

টুটুল: 'প্রিয় সন্তানরা' গানের কথা এমন, 'গরম তোমাদের হাত, সাদাসিধা ও পরিষ্কার তোমাদের চোখ, কল্পনা করছো, ভবিষ্যত্ কত স্বাধীন। প্রতিদিন আশা আলিঙ্গন করে। আমি তোমাদের হাত ধরে প্রতিটি দিন কাটাই। তোমাদের উচিত ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করতে থাকা। প্রিয় সন্তানরা, তোমাদের হাত আমাকে দাও, কঠিন পথে আমরা একসঙ্গে যাবো। ভালোবাসার কোনো কারণ নেই। সন্তানরা, কান্না করবে না, প্রত্যেকের কঠিন সময় আছে, ভালোবাসা আছে, আমি তোমাদের কাছে আছি। আজ থেকে আজীবন আমি তোমাদের সঙ্গে থাকবো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'প্রিয় সন্তানরা' গানটি। এখন আমি আপনাদেরকে 'ফেনমুও' নামের গান শোনাতে চাই। গানটি গেয়েছেন হুও জুন। তিনি ১৯৯০ সালের ১৮ সেপ্টেম্বর চীনের শাংহাইতে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী হুও ফেংয়ের ছেলে। তিনি শাংহাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ২০১২ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। এর পর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন। তার লেখা গান চীনে অনেক জনপ্রিয়। তার লেখা গানগুলোতে চীনা অপেরা ও কবিতার বৈশিষ্ট্য দেখা যায়।

টুটুল: ফেনমুও চীনা ভাষায় মানে 'অপেরা পরিবেশনার সাজসজ্জা'। গানের কথা এমন, 'ফুলের মত ছবি, চলমান জলের মত সময়, আমরা পারস্পরিকভাবে আকাঙ্ক্ষা করি, আশা করি, ঋণগ্রস্ত থাকা হবে না। লাল গালিচায় পিয়নি ফুলের সামনে, এ বিশ্বে কত প্রেমিকের একই স্বপ্ন থাকতে পারে? ফেনমুও, আমাদের চোখ ঘেরাও করে। উদ্দীপক ভাবনা শুনি, ব্যাকুলতা নিয়ে পরিবেশনা করি। ফেনমুও, তুমি গাও, আমি তোমার সঙ্গে গাই। গল্প এত ছোট, কিন্তু খাঁটি। কে পার্কে ভ্রমণ করে, কিন্তু আমার স্বপ্নে প্রবেশ করে। গভীর স্বপ্নে তুমি আমাকে ডাকছো। আমাদের কাছে বাইরের বিশ্বের কোনো তাত্পর্য নেই। এখন থেকে আগামী জীবনে কত প্রেমিক ভালোবাসবে, কিন্তু একসঙ্গে থাকতে পারবে না। কে আমার সঙ্গে সংযুক্ত হবে? আমার অশ্রু তোমার জন্য পড়ে, এটি হলো খাঁটি'।

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ফেনমুও' নামের গানটি। এখন আমি আপনাদের কাছে একটি ব্যান্ডের পরিচয় তুলে ধরবো। ব্যান্ডটির নাম হল নানজেংবেইচান (এনজিবিজি)। নানজেনবেইচান চীনে মানে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে অনেক যুদ্ধে অংশ নেয়া। ব্যান্ডটির সদস্যরা চীনের নানা স্থান থেকে এসেছে। সেজন্য ব্যান্ডটির নাম নানজেংবেইচান। থিন ইয়াং, চাও ছেন লং ও নি লং –এ তিনজন ব্যান্ডটি গঠন করেন। ২০১২ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটি অনেক চলচ্চিত্রের থিম গান গেয়েছে। আজকের অনুষ্ঠানে আমি ব্যান্ডটির 'ওলালাইয়ে' নামের গান শোনাতে চাই।

টুটুল: ওলালাইয়ে গানের কথা এমন, 'আমি তোমাকে গ্রীষ্মপ্রধান স্থানে নিয়ে যেতে চাই। আমি উত্তপ্ত রোদের শান্ত সৈকত। তুমি আসায় আমি উজ্জ্বল হয়ে গেছি। প্রতিটি সূর্যাস্তের সন্ধ্যা অনেক সুন্দর ও রোমান্টিক। আমি ঢেউয়ে একাকী জাহাজ, আমরা চিরদিন থাকবো নিষ্পাপ শিশুর মত। নারকেল গাছের মত বাতাসে দুলছি। আসলে আবেগ আমাদের হৃদয়ে লুকোনো রয়েছে। আনন্দ উপভোগ করি, প্রত্যেকের প্রতিভা আছে। এমন কি আকাশ প্রবালের রঙে পরিণত হয়েছে। মেঘ সঙ্গীতের সঙ্গে নাচ করছে। আমি তোমাকে গ্রীষ্মপ্রধান স্থানে নিয়ে যেতে চাই। আমরা গরম ঢেউয়ের উদ্যমতা অনুভব করবো, স্বাধীনতার ডাক শুনবো। আমরা একসঙ্গে গ্রীষ্মপ্রধান স্থানে যাবো, হাত ধরবো, কখনো ত্যাগ করবো না। দেখো, মেয়েদের গরম শরীর। চলো নাচবো'। আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'ওলালাইয়ে' নামের একটি গান। আশা করি, সবাই গানটি পছন্দ করেছেন। আচ্ছা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন কয়েকটি বাংলা গান শোনাবো, কেমন?

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

মুক্তা: এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

টুটুল: আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

মুক্তা/টুটুল: চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040