'এক অঞ্চল, এক পথ' এর সংশ্লিষ্ট ৬৪টি দেশের মোট জিডিপি ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা সারা বিশ্বের মোট জিডিপির ১৬ শতাংশ। এ দেশগুলোর মোট জনসংখ্যা ৩২১ কোটি, যা সারা বিশ্বের মোট জনসংখ্যার ৪৩.৪ শতাংশ। এ দেশগুলোর বৈদেশিক বাণিজ্যিক পরিমাণ ৭ ট্রিলিয়ন ১৮৮.৫৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গোটা বিশ্বের বাণিজ্যিক লেনদেনের ২১.৭ শতাংশ।
অঞ্চলের দিক থেকে দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব ইউরোপ, পশ্চিম আফ্রিকা ও উত্তর আফ্রিকার বাণিজ্যিক অনুপাত অপেক্ষাকৃত বেশি। দেশের দিক থেকে দেখা যায়, সিঙ্গাপুর, ভারত, রাশিয়া, থাইল্যান্ড ও পোল্যান্ডের বৈদেশিক বাণিজ্যিক পরিমাণ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম পাঁচ স্থানে রয়েছে।
২০১৬ সালে সিঙ্গাপুরের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ছিল সবচেয়ে বেশি, এই পরিমাণ ছিল ৬৪৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের অবস্থান দ্বিতীয়, দেশটির বাণিজ্যিক পরিমাণ ছিল ৬১৭.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার অবস্থান তৃতীয়, দেশটির বাণিজ্যিক পরিমাণ ছিল ৫২৬.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। (ইয়ু/টুটুল)