চীনের যুব দিবস সম্পর্কিত আলোচনা
  2017-05-04 14:43:48  cri


৪ঠা মে চীনের যুব দিবস। এ দিবসটির কথা বলতে গেলে দেশপ্রেমিক আন্দোলনের কথা বলতে হয়। কারণ দিবসটি ঠিক এ ঘটনা থেকে নামকরণ করা হয়। ১৯১৯ সালে বেইজিংয়ে '৪ঠা মে আন্দোলন' সংঘটিত হয়। ৪ঠা মে আন্দোলন চীনে মার্কসবাদ সম্প্রচার ও চীনের শ্রমিক আন্দোলন ত্বরান্বিত করে। ৪ঠা মে আন্দোলন হচ্ছে চীনের পুরোনো গণতান্ত্রিক বিপ্লবের অবসান আর নতুন গণতান্ত্রিক বিপ্লবের শুরু।

১৯৩৯ সালে '৪ঠা মে আন্দোলনের' ২০তম বার্ষিকীতে চীনের শান'সি প্রদেশের নিং বিয়ান জেলার উত্তর-পশ্চিম যুব দেশপ্রেমিক ফেডারেশন '৪ঠা মে'কে চীনের যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৪৯ সালে চীনা রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে এই দিবসটি ঘোষণা করে। বর্তমানে চীনা যুব দিবসের এই দিনটিতে চীনের বিভিন্ন জায়গায় সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজিত হয়। যুবকরা বিভিন্ন রকমের সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে। এখন ৪ঠা মে মর্মের মূল বিষয় হচ্ছে দেশপ্রেম ও অগ্রগতি অর্জন করা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040