যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠা জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতি মেনে নিয়ে প্রতিষ্ঠিত হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের 'পাঁচ নীতি' অর্থাত্ পরস্পরের ভূভাগ ও সার্বভৌমত্বকে সম্মান করা, পরস্পরের ওপর আগ্রাসন না চালানো, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, শান্তিপূর্ণ সহাবস্থান করা এবং সাম্য ও পারস্পরিক উপকারিতা নিশ্চিত করা।
উন্মুক্ত ও সহযোগিতা মেনে চলতে হবে। 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশগুলো প্রাচীনকালের রেশমপথের আওতার ভিত্তিতে গঠিত হয়েছে, তবে কেবল এ আওতায় সীমাবদ্ধতা থাকবে না। বিভিন্ন দেশ, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাও এতে অংশগ্রহণ করতে পারে। যার ফলে এটি আরো ব্যাপক অঞ্চলে উপকার বয়ে আনবে ।
সম্প্রীতিমূলক সহনশীলতা মেনে নিতে হবে। সভ্যতার সহনশীলতা সমর্থন করা হবে। বিভিন্ন দেশের উন্নয়নের পথ ও পদ্ধতিকে সম্মান করা হবে। বিভিন্ন সভ্যতার মধ্যকার সংলাপ জোরদার করা হবে। ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ছোটখাটো মতপার্থক্য উপেক্ষা করতে, বিভিন্ন পক্ষের ভিন্ন মত অন্তর্ভুক্ত করতে, শান্তিপূর্ণ সহাবস্থান করতে এবং একসাথে সমৃদ্ধ হতে হবে।
বাজার পরিচালনা মেনে নিতে হবে। বাজার নিয়ম ও আন্তর্জাতিক চলতি নিয়ম অনুসরণ করতে হবে। সম্পদ বণ্টনের সময় যথাযথভাবে বাজারের নিষ্পত্তিমূলক ভূমিকা ও নানা শিল্পপ্রতিষ্ঠানের প্রধান ভূমিকা পালন করা হবে। এর পাশাপাশি ভালোভাবে সরকারের ভূমিকা পালন করা হবে। (ইয়ু/টুটুল)