হ্যালো চায়না: ৭২. হু থোং
  2017-04-28 20:05:16  cri


কেউ কেউ বলে থাকেন, পেইচিংয়ের বড় ছোট হু থোং সংযুক্ত করলে আরো একটি মহাপ্রাচীর হবে। পেইচিংয়ে অসংখ্য হু থোং আছে। হু থোং কি এবং এগুলো কি ধরনের? আর এগুলোর সংখ্যা এতো বেশি কেনো?

হু থোং হলো শহর ও জেলার প্রধান রাস্তার চেয়ে সরু রাস্তা, যা সরাসরি জনসাধারণের বাসস্থানের দিকে চলে যায়। হু থোংয়ের মধ্যে রয়েছে সরু গলি এবং কানাগলি। সরু গলিগুলো বিভিন্ন দিকে বিস্তৃত। এগুলো সাধারণত অনেকগুলো প্রধান রাস্তার সঙ্গে সংযুক্ত। অন্যদিকে কানাগলির মাত্র একটি বের হবার দিক আছে, যার শেষের দিকে হলো মানুষের বাসস্থান। মাঝেমাঝে আমারা চিন্তাশক্তি হারিয়ে ফেলি, কোনো কূল-কিনারা পাইনা। তখন এরকম অবস্থা বোঝানোর জন্য বলি, 'কানাগলিতে আটকে গেছি'। এ উপমাটি খুব প্রাণবন্ত, তাই না?

পেইচিংয়ে কোনো কোনো হু থোং বেশ প্রশস্ত, কোনো কোনো হু থোং অনেক সরু। যেমন ছিয়েন শি হু থোং, তার সবচেয়ে সরু জায়গাটি মাত্র ৪০ সেন্টিমিটার। বেশিরভাগ হু থোং হয় সোজা, তবে, কোনো কোনো হু থোং হলো আঁকাবাঁকা। সবচেয়ে বেশি আঁকাবাঁকা চিউ তাও উয়েন হু থোংয়ের ২০টিরও বেশি বাঁক আছে। হু থোংয়ের নাম জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে আছে। কোনো কোনো নাম দিয়ে জনগণের প্রতি শুভেচ্ছা প্রকাশ করা হয়, যেমন, 'আন ফু হু থোং', 'আন ফু' মানে শান্তি ও সুখ। 'ইয়োং সিয়াং হু থোং', 'ইয়োং সিয়াং' মানে সুপ্রসন্ন চিরদিন। কোনো কোনো নাম থেকে হু থোংয়ের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। যেমন 'খুয়েন চিয়ে', এর অর্থ হলো, বিস্তীর্ণ হু থোং। 'ই ছি তা চিয়ে', এর অর্থ হলো, এক পা দৈর্ঘ্যের হু থোং। তা ছাড়া, কোনো কোনো গাছ বা উদ্ভিদ দিয়ে হু থোংকে নাম দেওয়া হয়। যেমন, 'লিউ শু হু থোং', 'লিউ শু' মানে উইলো গাছ।

পেইচিংয়ের হু থোং হলো পুরনো পেইচিংবাসীর জীবনের প্রতীক ও পেইচিংয়ের সুপ্রাচীন সংস্কৃতির প্রতিফলনও বটে। হু থোংগুলো বেশ জনপ্রিয় পর্যটন এলাকা। কখনও পেইচিংয়ে আসলে আপনি পেইচিংয়ের বহু পুরাতন বাহন, অর্থাৎ রিকশার মতো এক ধরনের বাহনে করে হু থোং ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি প্রাচীন বাসাগুলো, অর্থাৎ সি হো ইউয়ানে প্রবেশ করে পুরানো পেইচিংবাসীর জীবন অনুভব করতে পারবেন এবং একদিনের পেইচিংবাসী হিসেবে সময়টুকো উপভোগ করতে পারবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040