চীনে পুঁজি বিনিয়োগ পরিবেশ অধিকতর উন্নয়ন হচ্ছেঃ বাণিজ্য মন্ত্রণালয়
  2017-04-27 18:48:44  cri
এপ্রিল ২৭: মার্কিন চেম্বার অব কমার্সের সম্প্রতি প্রকাশিত একটি শ্বেতপত্রে চীনে পুঁজি বিনিয়োগ পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সুন চি ওয়েন আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, চীনে পুঁজি বিনিয়োগ পরিবেশ অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক উন্নীত হয়েছে। চীনের উন্মুক্তকরণের গতি থামবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

মার্কিন চেম্বার অব কমার্স সম্প্রতি '২০১৭ চীনে মার্কিন কোম্পানির শ্বেতপত্র' প্রকাশ করেছে। এতে বলা হয় বিদেশি কোম্পানিগুলোকে চীনে বৈষম্যমূলক নীতির সম্মুখীন হতে হচ্ছে।

এ নিয়ে সুন চি ওয়েন বলেন, চীন বিদেশি কোম্পানিকে স্বাগত জানায় এবং বিনিয়োগ পরিবেশ উন্নতির জন্য তাদের মতামত জানতে চায়। তিনি জোর দিয়ে বলেন, চীনের উন্মুক্তকরণের গতি থামবে না।

তিনি আরো জানান, চীন ইতোমধ্যে বিদেশি কোম্পানির চীনা বাজারে প্রবেশের নিষেধাজ্ঞা অনেক তুলে নিয়েছে। চীন দুই বার 'বিদেশি বিনিয়োগসংক্রান্ত শিল্পের তালিকা' সংশোধন করেছে। এর মধ্যে নিষেধাজ্ঞার বিষয় ২০১৫ সালের ৯৩ থেকে ৬২তে কমিয়েছে। অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক অঞ্চলের নেতিবাচক তালিকা ১৯৩ থেকে ১২২তে কমিয়েছে।

তাছাড়া, চীনে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট আইনের সংশোধনের গতিও দ্রুত হয়েছে। সম্প্রতি চীনে 'বিদেশি পুঁজি শিল্পপ্রতিষ্ঠান আইন'সহ ৪টি আইনের সংশোধন হয়েছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040