(ফাইল ছবি)
এপ্রিল ২৭: দুই দিনব্যাপী বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোরের যৌথ গবেষণা কর্মগ্রুপের তৃতীয় সম্মেলন গতকাল (বুধবার) ভারতের কলকাতায় শেষ হয়েছে। সম্মেলনে এ চারটি দেশের প্রতিনিধিরা তাদের গবেষণা রিপোর্ট পর্যালোচনা করেছেন।চারটি দেশের সংশ্লিষ্ট সরকারি বিভাগ, গবেষণা সংস্থা, আর্থিক সংস্থা ও সংশ্লিষ্ট সমিতির ৫০ জনেরও বেশি প্রতিনিধি এতে যোগ দেন। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ-মহাপরিচালক ওয়াং সিয়াও থাওয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধি দলও এতে যোগ দিয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, এ রিপোর্টে আন্তঃসংযোগ, আন্তঃযোগাযোগ, জ্বালানি, পুঁজি সংগ্রহ, পণ্য ও সেবা বাণিজ্য, সহজ পুঁজি বিনিয়োগ এবং অবিরাম উন্নয়ন ও মানবিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতৈক্য হয়েছে। দুই বছরের প্রচেষ্টায় এ রিপোর্টে অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে। যার ভিত্তিতে এগিয়ে যাবে সংশ্লিষ্ট পক্ষগুলো।
চলতি বছরের শেষ নাগাদ রিপোর্টের সংশোধিত বিষয়গুলো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
(ওয়াং হাইমান/তৌহিদ)