একই সালের অক্টোবরে প্রেসিডেন্ট সি আসিয়ান সফরের সময় যৌথভাবে 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। এ দুটি প্রস্তাব মিলে 'এক অঞ্চল, এক পথ' গুরুত্বপূর্ণ প্রস্তাব গঠিত হয়। অনেক দেশ এতে সক্রিয়ভাবে সাড়া দেয় এবং তাদের নিজ নিজ উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করে।
গত তিন বছরে প্রেসিডেন্ট সি দেশে ও বিদেশে নানা সুযোগে 'এক অঞ্চল, এক পথ' নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
২০১৭ সালের ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট সি সুইজারল্যান্ডের জেনিভার দ্য প্যালেস অব নেশন্সে ৭১তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান পিটার থমসন ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিসের সঙ্গে সাক্ষাত্ করেন। তিনি বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ও সফলতা ভাগ করা। একই সালের ১৬ মার্চ বেইজিংয়ে মহা গণভবনে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করার সময় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন মধ্য প্রাচ্য দেশগুলোসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠা করতে, উন্মুক্ত সুযোগ ভাগ করতে, আন্তঃযোগাযোগের মাধ্যমে সহযোগিতা গভীরতর করতে এবং শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করতে চায়। (ইয়ু/টুটুল)