বাংলাদেশকে ১০০০টিরও বেশি কৃষি সরঞ্জাম দিয়েছে চীন
  2017-04-26 11:43:06  cri

এপ্রিল ২৬: চীন বাংলাদেশকে ১০০০টিরও বেশি কৃষি সরঞ্জাম দিয়েছে। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় চীনা রাষ্ট্রদূত মা মিং ছিয়াং ও বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহ সরঞ্জাম হস্তান্তর পত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মা মিং ছিয়াং বলেন, এ সরঞ্জাম বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও জনগণের বন্ধুত্বের প্রতীক। তিনি আশা করেন, এ ধরনের সহায়তা বাংলাদেশের কৃষি উন্নয়নে সহায়ক হবে। চীন কৃষি খাতের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, সরঞ্জাম পুনঃস্থাপন সহ নানা ক্ষেত্রে বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য দিতে ইচ্ছুক।

মঈন উদ্দিন আব্দুল্লাহ বলেন, চীনের দেওয়া কৃষি সরঞ্জাম বাংলাদেশের কৃষি উন্নয়ন ত্বরান্বিত করবে। তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশা করেন, বাংলাদেশের কৃষকরা চীনে গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

এবারের কৃষি সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে শস্য কাটার যন্ত্র, ট্রাক্টর, চাষ যন্ত্র, বীজ বপন যন্ত্র ইত্যাদি। এ সব সরঞ্জাম বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় বিভিন্ন অঞ্চলের কৃষি সেবা কেন্দ্রে বিতরণ করবে,যা স্থানীয় কৃষকরা বিনা খরচে ব্যবহার করবেন। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040