ইউরোপ-এশিয়া অর্থনৈতিক ইউনিয়নের ৫টি সদস্য দেশ, রেশমপথ বরাবর বিভিন্ন দেশের শিল্প ও ব্যবসায়ী নেতা এবং চীন ও কিরগিজস্তানের শিল্পপ্রতিষ্ঠান মহলের প্রতিনিধিসহ ২ শতাধিক অতিথি এবারের ফোরামে অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিনিধিরা 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠাকাজ ও ইউরোপ-এশিয়া অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে সংযোগ সহযোগিতা বিশেষ করে অবকাঠামো নির্মাণ, পুঁজি বিনিয়োগ ও রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে, আর্থিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলা এবং লজিস্টিক কেন্দ্র ও শিল্প-বাণিজ্য পরিবহণ করিডোর নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উল্লেখ করা হয়। ফোরামে সিদ্ধান্ত নেয়া হয় যে, রেশমপথ আন্তর্জাতিক ব্যবসায়ী সমিতি ও ইউরোপ-এশিয়া অর্থনৈতিক ইউনিয়নের ব্যবসায়ী কমিটি কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক গড়ে তুলবে।
তা ছাড়া, ফোরামে 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের সহযোগিতাবিষয়ক উন্নয়ন ফোরামের বিশকেক ঘোষণা' প্রকাশিত হয়। (ওয়াং হাইমান/টুটুল)