যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠা করা বিশ্বের বহুমেরুকরণ, অর্থনীতির বিশ্বায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক তথ্যায়নের বর্তমান প্রবণতার সাথে সংগতিপূর্ণ। এর উদ্দেশ্য হলো: অর্থনৈতিক উপাদানগুলোর সুশৃঙ্খল ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা, সম্পদকে কার্যকরভাবে বিন্যাস করা, বিভিন্ন বাজারকে সমন্বিত করা, সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক নীতিগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, এবং আঞ্চলিক সহযোগিতার আওতা ও মান আরও উন্নত করা।
যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে: এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এবং নিকটবর্তী সামুদ্রিক অঞ্চলগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ অগ্রসর করা; সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা ও জোরদার করা; সর্বক্ষেত্রে বহু স্তরবিশিষ্ট কমপ্লেক্স ইন্টারকানেকশন নেটওয়ার্ক গড়ে তোলা; সংশ্লিষ্ট বিভিন্ন দেশে স্বতন্ত্র, ভারসাম্যপূর্ণ ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা।
'এক অঞ্চল, এক পথ'-এর আন্তঃযোগাযোগ প্রকল্পগুলো বিভিন্ন দেশের উন্নয়ন কৌশলের সাথে সংযুক্ত হবে; আঞ্চলিক বাজারের সুপ্ত শক্তি অন্বেষণ করবে; বিনিয়োগ ও ভোগ ত্বরান্বিত করবে; চাহিদা ও কর্মসংস্থান সৃষ্টি করবে; বিভিন্ন দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সভ্যতার আদান-প্রদান নিশ্চিত করবে। এতে বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানবোধ বাড়বে এবং তারা সুষম, নিরাপদ ও সমৃদ্ধ জীবন উপভোগ করতে সক্ষম হবেন। (ইয়ু/আলিম)