রানা প্লাজা ট্রাজেডির চার বছর, এখনো বিচার হয়নি দায়ীদের
  2017-04-24 19:41:30  cri
দেশের শিল্প ইতিহাসের সবচেয়ে বিভীষিকার দিন ২৪ এপ্রিল। চার বছর আগে এ দিনে সাভারে রানা প্লাজা ধসে মারা যান এক হাজারের বেশি শ্রমিক। আহত আরো হাজারের বেশি শ্রমিক চিরতরে পঙ্গু হয়ে যান।

দুঃসহ সেই স্মৃতি এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। দিনটি উপলক্ষে সাভারে রানা প্লাজা স্থলে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রমিক সংগঠন। তবে চার বছরেও ভবনমালিক রানসহ অন্যান্য দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক এখনো ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ করেন তারা। তবে পোশাক শিল্প মালিকরা বলছেন, এমন কোনো শ্রমিক থাকলে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করবেন তারা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040