বাংলাদেশে বিরূপ আবহাওয়া, ঝড়বৃষ্টি, জনদুর্ভোগ
  2017-04-24 19:40:49  cri
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বেশিরভাগ জায়গায়।

রাজধানীতে গত কয়েকদিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির কারণে মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, মতিঝিল, মিরপুরসহ রাজধানীর অনেক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। খোড়াখুড়ি আর খানাখন্দে পানি জমে জন দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। রাজধানীর বাইরেও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বিভিন্ন রুটে নৌ চলাচল শুরু হয়েছে। আগামী বুধবার থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040