বন্যা কবলিত হাওরে ত্রাণ তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  2017-04-24 19:40:01  cri
বন্যা কবলিত হাওর অঞ্চলে ত্রাণ তৎপরতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশন দেন তিনি। একই সঙ্গে ত্রাণ কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমে প্রচারণা বাড়াতেও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরের বাধ ভেঙ্গে ২২ হাজার একর জমির ধান তলিয়ে গেছে। এমনি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ত্রাণতৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে পিরানহা ও আফ্রিকান মাগুরের মতো নিষিদ্ধ মাছের পোনা ও মাছ আমাদানি না করা সংক্রান্ত 'মৎস সঙ্গনিরোধ' আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040