চীনে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ বরণ
  2017-04-24 19:07:40  cri

এপ্রিল ২৪: চীনের বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ উদযাপনের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে বেইজিংয়ে বসবাসরত বাঙ্গালি ও সংশ্লিষ্ট চীনা অতিথিরা নাচে-গানে পহেলা বৈশাখকে বরণ করে নিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এম ফজলুল করিম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। তিনিও নববর্ষ উপলক্ষ্যে বক্তব্য দেন।

বেইজিং বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার শিক্ষার্থীরা নববর্ষ উপলক্ষ্যে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। এ ছাড়া, বেইজিংয়ের বাঙ্গালিরাও নাচ-গানের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করেছেন।

(স্বর্ণা/তৌহিদ)


1 2 3 4 5 6 7 8 9 10 11
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040